মেলান্দহে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা – দৈনিক আজকের জামালপুর

মেলান্দহে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা – দৈনিক আজকের জামালপুর




মেলান্দহে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা – দৈনিক আজকের জামালপুর



আব্দুল হাই : সংবাদ সম্মেলনের মাধ্যেমে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন জামালপুরের মেলান্দহ উপজেলা আ’লীগের সহসভাপতি ও শ্রমিক লীগের সভাপতি আলহাজ কিসমত পাশা। ৩০ আগস্ট বেলা সাড়ে ১১টায় মেলান্দহ বাজারস্থ নিজ বাসায় জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আ’লীগের রাজনীতিতে আসার আগে রাজনৈতিক জীবনে কিসমত পাশা মেলান্দহ জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টিরও সহসভাপতি এবং কেন্দ্রীয় কৃষক পার্টিরও সহসভাপতি ছিলেন।তিনি জেলা-উপজেলা স্কাউটস সম্পাদক, ক্রীড়া সংস্থার সম্পাদক, সর্বশেষ নাংলা ইউপির চেয়ারম্যানসহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। সংবাদ সম্মেলনে বার্ধক্যজণিতকারণসহ বর্তমানে রাজনীতিবিদদের চরিত্রের প্রতি জনগণের আস্থাহীনতা এবং ন্যুনতম শ্রদ্বাবোধ না থাকায় এই সিদ্ধান্তের কথা জানান। শেষ জীবনে তিনি ধর্মীয় এবং সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে চান।


Explore More Districts