মেলান্দহে যুব নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর

মেলান্দহে যুব নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর




মেলান্দহে যুব নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার : যুবদল নেতাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ জামালপুর-২। গত শনিবার গ্রেফতারকৃতদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগের দিন শুক্রবার উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই তালতলা বাজারের একটি জুয়াড়বোর্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই দুরমুঠ ইউনিয়নের একটি অংশ জুয়াড়িদের ছাড়িয়ে আনার চেষ্টা করে। অতঃপর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীলতার কাছে তারা ব্যর্থ হয়। আটককৃতরা হলেন, দুরমুঠ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল, মজনু মোল্লা, সোনাহার, ভুট্টো সোহাগ ও তমেজ উদ্দিন। তাদের সবার বাড়ি রুকনাই গ্রামে। এলাবাসী জানান, এই জুয়াড়িরা প্রতিদিনই প্রকাশ্যে জুয়াড় আসর বসিয়ে আসছিল। ঘটনার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


Explore More Districts