মেলান্দহে নয়ানগর ইউনিয়নে ২০২৪-২৫ ইং অর্থ বছরের টিয়ারের কাজ দৃশ্যমান – দৈনিক আজকের জামালপুর

মেলান্দহে নয়ানগর ইউনিয়নে ২০২৪-২৫ ইং অর্থ বছরের টিয়ারের কাজ দৃশ্যমান – দৈনিক আজকের জামালপুর




মেলান্দহে নয়ানগর ইউনিয়নে ২০২৪-২৫ ইং অর্থ বছরের টিয়ারের কাজ দৃশ্যমান – দৈনিক আজকের জামালপুর



আব্দুল হাই : মেলান্দহ উপজেলা আওতাধীন ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ আমিন খান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এর তত্ত্বাবধানে দাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংস্কারে অল্প বরাদ্দে দৃশ্যমান কাজ করে সেবক হিসেবে সুনাম অর্জন করেছেন।এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষক মন্ডলীদের ভাষ্যমতে বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পূর্ব–দক্ষিণ কোনা অতি বৃষ্টির কারণে আংশিক মাঠ বিশাল গর্ত হওয়ায় শিক্ষার্থীরা অবাধে বিচরণ ও খেলা-ধুলা করতে ঝুঁকির সম্মুখীন হতো। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক মন্ডলী দীর্ঘ সময় থেকে মাঠ সংস্কারের জন্য সরকারের বিভিন্ন মহলে ধন্না দিয়ে আসায়, মানবিক ইউপি সদস্য মোঃ আমিন খানের হস্তক্ষেপে বহু দিনের পরে হলেও বিদ্যালয় মাঠ সংস্কার সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি সন্তোষজনক মনোভাব ব্যক্ত করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় তার কাজে সন্তোষজনক মনোভাব ব্যক্ত করেন এবং সদস্য মোঃ আমিন খানের প্রতি সু-ধন্যবাদ জানান।


Explore More Districts