মেলান্দহে জাকাত ফাউন্ডেশনের ফুড প্যাকেট ও ইফতার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

মেলান্দহে জাকাত ফাউন্ডেশনের ফুড প্যাকেট ও ইফতার বিতরণ – দৈনিক আজকের জামালপুর




মেলান্দহে জাকাত ফাউন্ডেশনের ফুড প্যাকেট ও ইফতার বিতরণ – দৈনিক আজকের জামালপুর



মেলান্দহ সংবাদদাতা : পবিত্র রমজান উপলক্ষে জামালপুরের মেলান্দহে জাকাত ফান্ড অব আমেরিকা কর্তৃক সহ¯্রাধিক দু:স্থ-এতিম-বিধবা-ভিক্ষুক এবং বিধবাদের ফুডপ্যাকেট ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। প্রতিটি ফুড প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি পেয়াজ, কেজি তেল, ১ কেজি চিড়া এবং ১ কেজি লবনসহ মোট ২৫ কেজি সামগ্রী। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সামগ্রী বিতরণ করা হয়। ইউএনও এস.এম. আলমগীর এই বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাকাত ফান্ডের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মেলান্দহ উপজেলা পরিষদ কমপ্লেক্স মজিদ, সরকারি গার্লস স্কুল প্রাঙ্গন, দাগী ফাযিল মাদ্রাসা মাঠ, শাহজাতপুর মধ্যপাড়া, খান পাড়া, হাজরাবাড়ি, পূর্ব মালঞ্চ, উদনাপাড়া, বানীপাকুরিয়া, ফুলসেন্না ঈদগাহ মাঠ, সরদারবাড়ি মসজিদ, আমতলী মলিকাডাঙ্গা, রেখিরপাড়া, দুরমুঠ, বাঘাডোবা, শেখের ভিটা, কাঙ্গালকোর্শা, মেলান্দহ বাজার বড় মসজিদ, দিঘলবাড়িসহ সর্বমোট ২১ টি স্পটে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখ্য, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা। ২০০৭ সাল থেকে বাংলাদেশে সংস্থার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংস্থাটি এতিম-দু:স্থ-গরিব-ছিন্নমূল-পথ শিশুদের নিয়ে কাজ করে আসছে। এ ছাড়াও শিক্ষাবিস্তারেস্ত বৃত্তি সাপোর্ট, বিনামুল্যে চিকিৎসা, নারীর ক্ষমতায়নে দক্ষতা, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, জরুরি ত্রাণ ও পূণর্বাসন ছাড়া বহুমূখি সেবামূলক কাজ করে আসছে। চলতি বছরে সারাদেশে ২৬ হাজার হতদরিদ্রদের মাঝে ফুড প্যাকেট এবং ৩০ হাজার পরিবারের মাঝে ইফতার ফুড বিতরণ করা।


Explore More Districts