মেয়ের ১২ বছরের সংসার ভাঙতেই মা হেমার উপদেশ, ‘প্রেমে পড়া ছাড়বে না’

মেয়ের ১২ বছরের সংসার ভাঙতেই মা হেমার উপদেশ, ‘প্রেমে পড়া ছাড়বে না’

তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি একসঙ্গে আসছেন কন্ঠশিল্পী হিসেবে। না, তারা কোন নাটক বা সিনেমায় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করেননি। বাস্তবেই তারা একসঙ্গে গেয়েছেন একটি ডুয়েট গান। আর তা দেখা ও শোনা যাবে ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্মিত বিশেষ ইত্যাদি অনুষ্ঠান।

এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয়শিল্পী, এমনটাই জানিয়েছে ‘ইত্যাদি’ কতৃপক্ষ।

সিয়াম ও হিমির টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায় এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয়শিল্পীর কন্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

‘ইত্যাদি’ অনুষ্ঠানের দৃশ্যে হিমি ও সিয়াম



গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীত শিল্পী হিসাবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

‘ইত্যাদি’ অনুষ্ঠানের দৃশ্যে হিমি ও সিয়াম



এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শক এতদিন শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন এবার ইত্যাদিতে দেখবেন সংগীতশিল্পী হিসাবে। এই গানটিও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করা যায়।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Explore More Districts