মেয়ের শোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু

মেয়ের শোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু

২ September ২০২৫ Tuesday ১১:৩৪:৪১ PM

Print this E-mail this


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

মেয়ের শোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু

বরিশালের মুলাদীতে মেয়ে মারা যাওয়ায় বিলাপ করতে করতে ২ দিন পরে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের লতিফ দুরানীর স্ত্রী মরিয়ম বেগম (৬৫) মারা যান।

গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। মেয়ের মৃত্যুর পর মরিয়ম বেগম ভেঙে পড়েন এবং সারাক্ষণ বিলাপ করছিলেন বলে জানান লতিফ দুরানী। 

লতিফ দুরানী বলেন, তার জামাতা আব্দুল লতিফ ব্যাপারী, নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় মেয়ে রেশমা হতাশায় ছিলেন। পরে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। মেয়ের মৃত্যুর সংবাদের পর থেকে তার স্ত্রী মরিয়ম কান্না শুরু করেন এবং নাওয়া খাওয়া ছেড়ে দেন। দুই দিন ধরে অব্যাহত বিলাপ করতে করতে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী হোসেন সোহাগ বলেন, মরিয়ম বেগম তার মেয়েকে অনেক ভালোবাসতেন। মেয়ের মৃত্যুর শোকে তিনি ভেঙে পড়েন এবং বিলাপ করতে করতে অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts