মেয়র ঘোষণার দাবিতে গৌরনদী পৌরসভার বিএনপি’র প্রার্থীর মামলা

মেয়র ঘোষণার দাবিতে গৌরনদী পৌরসভার বিএনপি’র প্রার্থীর মামলা

২ June ২০২৫ Monday ৬:২০:১২ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

মেয়র ঘোষণার দাবিতে গৌরনদী পৌরসভার বিএনপি’র প্রার্থীর মামলা

নির্বাচনের চার বছর পর মেয়র ঘোষণার দাবিতে মামলা করেছেন ধানের শীষ প্রতীকের এক প্রার্থী। সোমবার (২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে গৌরনদী পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে গৌরনদী পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ছিলেন।

আদালতের বিচারক মো. ইউনুস খান মামলাটি শুনানীর জন্য রেখে দিয়েছেন। মামলার বিষয়ি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। 

মামলায় উল্লেখ করা হয়েছে, তৎকালীন সময়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ব্যাপক জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান তার ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে।

সূত্রমতে, ওই নির্বাচনের পর ২০২৪ সালের ২৬ জুন স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে গৌরনদী পৌরসভায় আরেকটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া তার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী এইচএম জয়নাল আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সারাদেশের ন্যায় জনতার মেয়র বলেখ্যাত আলাউদ্দিন ভূঁইয়াকেও অপসারন করা হয়।

দীর্ঘদিন পর মামলা দায়েরের জন্য আবেদনের বিষয়ে বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় দানব বলে খ্যাত হারিছুর রহমানের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে মামলা দায়ের করা হয়নি। 

তিনি আরও বলেন, আদালতের বিচারক পরবর্তী শুনানীর জন্য মামলার আবেদনটি রেখে দিয়েছেন। আশা করছি আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাবো। 

২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের গৌরনদী পৌরসভার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পেশী শক্তি প্রয়োগের মাধ্যেমে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে তৎকালীন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন করেছিলেন। ওইদিন বিকেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দক্ষিণ বিজয়পুরস্থ নিজ বাড়িতে তিনি (শরীফ জহির সাজ্জাদ হান্নান) ভোট বর্জনের ঘোষণা করেছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts