মেঘনায় ডুবে যাওয়া ট্রলার-নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু

মেঘনায় ডুবে যাওয়া ট্রলার-নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু

২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ২:৫৩:৩৪ অপরাহ্ন

Print this E-mail this


মেঘনায় ডুবে যাওয়া ট্রলার-নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু

ভোলার মেঘনায় ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার কাজ শুরু হয়।

উদ্ধার কাজে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় জেলেদের প্রচেষ্টায় ডুবন্ত ট্রলারটি শনাক্ত করা গেলেও তা উদ্ধার হয়নি।

এতে শঙ্কা বাড়ছে স্বজনদের।

দীর্ঘ সময় পেরিয়ে যাওয়াতে নিখোঁজদের জীবিত উদ্ধার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্বজনদের দাবি দ্রুত উদ্ধার অভিযানের। উদ্ধারের ধীরগতি নিয়েও তাদের অভিযোগ রয়েছে। উদ্ধার অভিযান দ্রুতই চলছে বলে জানায় নৌ পুলিশ উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম। তিনি বলেন, যতদ্রুত সম্ভব উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে।

বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

উল্লেখ্য গত রোববার রাতে ভোলার মনপুরা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে তীব্র স্রোতে মেঘনার জোরখাল পয়েন্টে ডুবে যায় রাজ্জাক মাঝির পণ্যবাহী একটি ট্রলার।

ট্রলারে থাকা সাতজনের মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হলে এখনো নিখোঁজ রয়েছে দুইজন।তারা হলেন- আব্দুর রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। তাদের বাড়ি বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts