
কুমিল্লার মেঘনা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ সংশ্লিষ্ট আইনে মিনার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা আলতাফ সমর্থিত এক কর্মীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় মিনার প্রার্থীর সমর্থনকারী মো. বাহাউদ্দীনকে নির্ধারিত সাইজের চেয়ে বড় ব্যানার টানানোর দায়ে জরিমানা করা সহ একই সাথে কিছু রঙিন ব্যানার অপসারণ করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
ওশিন