মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা অসম্ভব, অলৌকিক: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা অসম্ভব, অলৌকিক: পরিকল্পনামন্ত্রী

সু.খবর ডেস্ক
প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার টার্গেট অলৌকিক ও প্রায় অসম্ভব বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, ‘তবে এ লক্ষ্যে সবাইকে চেষ্টা করতে হবে। একশ্রেণির ব্যবসায়ীর কারসাজির কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে যায়। সড়কে চাঁদাবাজির কারণেও ভোক্তাকে অধিক মূল্য দিতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।’
শুক্রবার এফডিসিতে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব’ শীর্ষক ছায়া সংসদের আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অর্থনীতি ভর্তুকি নির্ভর। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সিলেক্টিভ কিছু ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ।’
মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমার প্রশ্ন যারা নির্বাচন হতে দেবে না বলছে, তারা কি ভিসা পেতে পারে? ইউএসএ তাদের স্বার্থে যদি মনে করে ভিসা দেবে না, এটা তাদের ব্যাপার।’
এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে পরামর্শ দিয়েছে, শর্ত আরোপ করেনি। সরকার দেশের জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে থাকে।’
সূত্র : ঢাকাটাইমস

Explore More Districts