মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুন শুক্রবার বাদ আসর শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকির সভাপতিত্বে এবং যুব নেতা মাওলানা তারেক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক রাজারগাঁও দ্বাদশগাঁও ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা মজলিসে আমেলার সদস্য হাফেজ শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল।
বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই। ইরান ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন থেমে নেই। তারা ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মজলুম ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করছে। ইসরাইলের এই আগ্ৰাসনে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকায় আমরা হতাশ। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইল মুসলিমদের উপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, যুদ্ধবিরতির নামে ইসরাইলকে রক্ষা করার অপচেষ্টা চলছে। মুসলমানদের ধ্বংস করতে আন্তর্জাতিকভাবে চক্রান্ত অব্যাহত রয়েছে। তাই সময় এসেছে বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার। এখনই সময় মুসলমানদের এক হওয়ার, ইহুদি-নাসারাদের পণ্য বর্জনের, এবং ইসলাম কায়েমে একযোগে কাজ করার।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশের শুরুতে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন যারা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ। বিক্ষোভ মিছিল শেষ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২৭ জুন ২০২৫