মুশফিক-সৌম্যের জোড়া অর্ধশতকে খুলনার রানের পাহাড়

মুশফিক-সৌম্যের জোড়া অর্ধশতকে খুলনার রানের পাহাড়

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ২২তম ম্যাচে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৮২ রানের বিশাল সংগ্রহ তুলেছে খুলনা টাইগার্স।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা। দলীয় ১ রানেই ফিরে যান ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার। ওয়ান ডাউনে নামা মেহেদী হাসান রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন। ফলে ১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ইয়াসির আলীকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনিংয়ে নামা সৌম্য সরকার। দুজনে মিলে গড়েন ৪৫ রানের জুটি। ব্যক্তিগত ২৩ রানে ইয়াসির আউট হলে উইকেটে আসেন অধিনায়ক মুশফিক। এই দুজনের ১৩৬ রানের বিশাল জুটিতে ১৮৫ রানের সংগ্রহ পায় খুলনা। সৌম্য ৬২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। আর মুশফিক ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের পক্ষে সোহাগ গাজী ৪ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট নেন। এ কে এস স্বাধীন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন একটি উইকেট।

বিপিএলের অষ্টম আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ চার প্রায় নিশ্চিত বরিশালের। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে মিনিস্টার ঢাকা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে খুলনা। সমানসংখ্যক ম্যাচে মাত্র একটি জয় নিয়ে টেবিলের তলানিতে সিলেট।

আরও পড়ুন: সাকিবের কাছেই হেরে গেল কুমিল্লা, শীর্ষস্থানে অদলবদল

জেডআই/

Explore More Districts