মুলাদী আওয়ামী লীগের বর্ধিত সভা

মুলাদী আওয়ামী লীগের বর্ধিত সভা

৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১১:২০:২৮ অপরাহ্ন

Print this E-mail this


মুলাদী আওয়ামী লীগের বর্ধিত সভা

আল-আমিন,বাবুগঞ্জ: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহনে প্রস্তত রয়েছে নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পাঠিয়ে এই আসনের সকল মনোনয়ন প্রত্যাশীদের চাওয়ার প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। নৌকার প্রার্থী পেয়ে আবারো দলের নেতাকর্মীরা চাঙ্গা হতে শুরু করেছে। মুলাদীর ১ লক্ষ ৭৯ হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের ৬০/৭০ হাজার ভোট রয়েছে আওয়ামী লীগের। আমরা অনায়াসে ৬০ হাজার ভোট নৌকা পাবো’। বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে আয়োজিত মুলাদী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।

মুলাদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তারা আরো বলেন, বরিশাল- ৩ আসনে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বঞ্চিত। আওয়ামী লীগের উপর ভর করে এখানে জনপ্রিয়তা না থাকা সত্বেও জোট-মহাজোটের প্রার্থীরা বারবার নির্বাচিত হয়ে আসছে। নির্বাচের পর আওয়ামী লীগের খোঁজ তারা রাখে না। এবারও সেই আশায় বুক বেঁধেছে তারা। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের এবার প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনীত করায়। একই সাথে এই আসনটিকে উন্মুক্ত রেখে আওয়ামী লীগের সক্ষমতা পরিক্ষার অনুরোধ জানান তারা’।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন। সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সহ-সভাপতি মোঃ আজম খান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মন্নান হাওলাদার, মোস্তফা কামাল চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, মুলাদী উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান টিটু, সহ দপ্তর সম্পাদক জিয়াউল করিম মোল্লা,গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দীন, মুলাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান,উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম কামাল পাশা,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান,সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম হিরন,উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল,পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts