৩১ August ২০২৫ Sunday ১১:৩৭:৩২ PM | ![]() ![]() ![]() ![]() |
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে রেশমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী ও দুই ছেলে প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ব্যাপারী বাড়ি থেকে রেশমা বেগমের লাশ উদ্ধার করা হয়।
রেশমা বেগম (৪৫) ওই গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর স্ত্রী। আব্দুল লতিফ ব্যাপারী এবং তার দুই ছেলে সুমন ও সুজন প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছেন বলে জানান সফিপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ সোহাগ।
পুলিশ জানায়, শনিবার রাতে ছোট দুই সন্তান নিয়ে রেশমা বেগম ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে তিনি বাইরে বের না হওয়ায় স্থানীয় এক নারী তাকে ডাকতে যান। ওই সময় তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ সোহাগ বলেন, বোয়ালিয়া গ্রামের শিক্ষক জাকির হোসেন হত্যা মামলায় আব্দুল লতিফ ব্যাপারী ও তার দুই ছেলেকে আসামি করা হয়। প্রায় ৩ মাস আগে তারা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। উপার্জনকারী স্বামী ও দুই সন্তান কারাগারে থাকায় রেশমা বেগম বিষন্নতায় ভুগছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ঘরের দরজা খোলা অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং রোববার বিকালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ বলা যাবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |