মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ

মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ

২৬ June ২০২৫ Thursday ৮:৫৪:২৮ PM

Print this E-mail this


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী লিপিকে ধর্ষণ। থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, লিপির স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের পুত্র ইব্রাহীম সিকদার (২৭)-এর সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তার পরিবারসহ স্থানীয় লোকজন জানালেও সে পিছু ছাড়ে না। এক পর্যায় ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় ভাড়া বাসায় নিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। তাতে সে ৪ মাসের অন্তসত্ত¡া হয়ে পরে। এ ছাড়াও লিপি বলেন তার নিকট থেকে ৪/৫ লক্ষাধিক টাকার স্বর্ণ অংলকার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে ইব্রাহীম।

গত ২২ জুন নাজিরপুর ইউনিয়নে ওবায়দুল মার্কেটে আতিকের দোকান ঘরের সামনে ই্ব্রাহীমকে বিয়ের কথা বললে ইব্রাহীম লিপিকে অকথ্যা ভাষায় গালিগালাজ করে ও খুন জখমের ভয় দেখায়। ইব্রাহীমের পরিবারের কয়েকজন লোক তাকে সহয়তা করছে। বর্তমানে ইব্রাহীম আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও ভ্রæণ নষ্টের জন্য বলছে। বিষয়টি তার পরিবারকেও জানিয়েছেন বলেও তিনি জানান। এ ব্যাপারে লিপি মুলাদী থানায় হাজির হয়ে ইব্রাহীমসহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করছে।
এ ব্যাপারে মুলাদী থানার তদন্ত কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





দেশে আরও ১৯ জনের করোনা শনাক্ত

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার ডুবি!জেলেরা নিরাপদে উদ্ধার

বরিশালে বাড়ছে ডেঙ্গু: অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃ*ত্যু : হাসপাতালে ভর্তি ৩২৬ রোগী, ১১৮ জনই বরিশালের

এইচএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে অংশ নেবে ৬১ হাজার শিক্ষার্থী

Explore More Districts