মুন্সীগঞ্জ জেল হাজতে স্ত্রী পুত্র সন্তান রেখে হাজতি স্বামীর মৃত্যু!

মুন্সীগঞ্জ জেল হাজতে স্ত্রী পুত্র সন্তান রেখে হাজতি স্বামীর মৃত্যু!

মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ জেলা কারাগারে স্ত্রী ও শিশু পুত্র সন্তান রেখে হাজতি আবু কালামের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরের দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ঐ হাজতির মৃত্যু হয়। এই

হাজতির নাম হচ্ছে আবু কালাম (৪০)। মৃত হাজতির ব্যাস নং হচ্ছে ১৯(৬১)২২। মৃত হাজতি মাদক আসক্ত ছিল বলে জেলা কারাগার সূত্রে দাবি করা হচ্ছে। সে জেলা কারা হাসপাতালে একদিনের জন্য চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদীঘিরপাথর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র হচ্ছে আবু কালাম। আবু কালাম ও তার স্ত্রী তানজু আক্তার তানজিলাকে একটি শিশু পুত্রসহ মাদক মামলায় তাদেরকে পুলিশ গ্রেফতার করে।

মুন্সীগঞ্জ সদর থানায় উভয়ের বিরুদ্ধে একই মামলা নং হচ্ছে ৩২/৬/২২। তাদের উভয়ের বিরুদ্ধে ধারা ১৯১৮ সালের মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ আইনে ৩৬/১ এর ৮ক/৪০ মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়। তারা স্বামী, স্ত্রী ও শিশু পুত্রসহ উভয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আসেন ১৩/৬/২২ তারিখে।

মুন্সীগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৭/৬/২২ তারিখে ড্রাগ আক্রান্ত রোগে মুন্সীগঞ্জ জেলা কারা হাসাপতালে আবু কালাম চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। গতকাল শনিবার ভোরের দিকে আবু কালাম হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।

এদিকে মুন্সীগঞ্জ জেলা কারা হাসপাতালেরর সহকারী সার্জন এর পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আবু কালামকে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে

পরীক্ষা নিরীক্ষা শেষে আবু কালামকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু কালামের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তার মৃত্যু হয়েছে হাসপাতালে আনার আগে। ডাক্তারী ভাষায় একে বলা হয় ব্রড ডেড।

অন্যদিকে এ ঘটনায় বিধি অনুযায়ী মুন্সীগঞ্জ সদর থানায় আবু কালামের বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক আবু কালামের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে মুন্সীগঞ্জ জেলা কারাগারে অর্ন্তরিন থাকা তার স্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী তাদের ফুফা সবুজ ও দিলরাজের কাছে আবু কালামের মৃতদেহ হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাশার জানান, একই মামলায় আবু কালামের স্ত্রী তানজু আক্তার তানজিলা একই দিনে কারাগারে আসেন। আবু কালামের স্ত্রীর ভাষ্যমতে তানজিলা ৪মাসের অর্ন্তসত্তা। সময়ের কারণে অর্ন্তসত্তার বিষয়টি মুন্সীগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ এখনো তানজিলার পরীক্ষা নিরীক্ষা করতে

পারেননি বলে জানা গেছে। তানজিলার সাথে এই কারাগারে তার মায়ের সাথে ৬ বছরের শিশু পুত্র আইয়ান জেল হাজতে রয়েছেন বলে জানা গেছে। তাদের আরেক পুত্র আপন জেলের বাহিরে আছেন এমন তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

Explore More Districts