মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ পৌরসভার শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হচ্ছে আন্তর্জাতিক সাহায্যে সংস্থা রেড ক্রিসেন্টে ভবন। এই ভবনের দুই পাশে অথ্যাৎ পশ্চিম ও পূর্বদিকের রাস্তার দুটি অংশই বর্তমানে খানাখন্দে ভরা। এই দুটি অংশের রাস্তাটি দীর্ঘ বছর যাবাত বেহাল দশা বিরাজ করছে।
ইতোমধ্যে রাস্তার বিভিন্ন অংশে পিচের ঢালাই উঠে গেছে। আর সেখানে বৃষ্টির গোলা জলের পানি জমাট বেধে থৈ থৈ করছে। এই পথে যানবাহনে চলাচলের সময় জমাট পানির ছিটায় পথচারীদের নাকানি চুবানি খেতে হচ্ছে। এই পথটি দিয়ে আবার মুন্সীগঞ্জের একমাত্র প্রাচীন লঞ্চঘাটে যেতে হয়।
এ কারণে এই সড়ক পথটি সারাক্ষণই যানবাহন চলাচলে ব্যস্ত থাকতে দেখা যায়। এছাড়া এখান থেকে ঢাকাগামী ও উত্তরবঙ্গের অনেক বাসও এলাকাটিতে অপেক্ষমান থাকতে দেখা যায়। এদিকে মুন্সীগঞ্জ শহরের একমাত্র ফলের আড়ৎ ও ডিমের আড়ৎ গুলো এই পথে ব্যবসা বাণিজ্য করছে।
প্রাতঃভ্রমণে অনেকে এই পথ দিয়ে বেশিরভাগ স্বাস্থ্য সচেতন লোকজন এই পথে চলাচল করে সন্ধ্যায় ও ভোরের দিকে। রাস্তার এই অবস্থায় অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই রাস্তাটি পুনঃসংস্কার ও মেরামতের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভুগিরা।
Related