মুন্সীগঞ্জে রথমেলা উদযাপন

মুন্সীগঞ্জে রথমেলা উদযাপন




মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ প্রধান শহরের গোয়ালপাড়ায় জিয়র মন্দির আখড়া এলাকায় সনতন হিন্দু সম্প্রদায়ের লোকজন রথমেলা উদযাপন করেছে। গেল শুক্রবার এ রথমেলা অনুষ্ঠিত হয়।
এখানে ২০২০ সালের মার্চ মাস থেকে ধারাবাহিক তিনধাপের করোনার ঢেউয়ের কারণে এ রথমেলা দীর্ঘ বছর বন্ধ ছিল।

দীর্ঘ বিরতির পর এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জেলার সনতান হিন্দু সম্প্রদায়ের লোকজনরা এই দিনের রথমেলা উপভোগ করেন। প্রাচীন কাল থেকেই জেলা শহরের মধ্যে শুধুমাত্র এখানেই এই রথমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ কারণে এই রথমেলায় মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই রথমেলা রথযাত্রার সাথে উৎপোতভাবে জড়িত।

রথমেলায় দোকানীরা নানা রকমের পসরা নিয়ে বসে ছিলেন। তবে এ পসরার মধ্যে সবচয়ে আকর্ষণ ছিল আরকানি বিস্কুট। এটি অনেকটাই কুলার মতো দেখতে। এ রথমেলা ছাড়া এটি কখনো সচারাচর দেখা যায় না। এটি নানা রকমের সাইজের হয়ে থাকে। দামও নানা রকমের হয়।

রথমেলা সনাতন হিন্দু সম্প্রদায়ের হলেও এখানে অন্য ধর্মের লোকজনের সমাগম ছিল। রথমেলা আগত কেনা কাটার জন্য আসা নারী ও শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অনেকে বলেছেন, অনেক বছর বিরতির পর এবার আনুষ্ঠানিকভাবে রথমেলা হওয়ায় লোকজনের সমাগম বেশি হয়েছে।




Explore More Districts