মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মিরাপাড়া বাজার। প্রধান সড়কের ওপর প্রতিদিন মিরাপাড়া বাজারে মাছ ও সবজি ব্যবসায়িরা বসে থাকেন ব্যবসা করার লক্ষ্যে। এ ব্যবসায়িরা ছাড়াও অন্যান্য ব্যবসায়িরা খোলা সড়কের বসে থাকেন ব্যবসার জন্য।
চলমান রাস্তার ওপর এ ধরণের বাজার অনেকটাই ঝুঁকি পূর্ণ বলে অনেকেই মনে করছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে তেমনটা কর্নপাত করছেন না বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি এ মিরাপাড়া বাজারটি বিকল্প হিসেবে অন্যত্র সরিয়ে নেয়া হউক। যে কোন বড় দুর্ঘটনার আগেই।
সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে বাজার জমজমাট থাকে। তারপরে ধীরে ধীরে বাজারের ভীড় কমতে থাকে। এরমধ্যে এ সড়ক পথ দিয়ে ৫ টনের ট্রাকসহ অনেক ভারিভারি যানবাহন চলাচল করে থাকে। এসব যানবাহনের কারণে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছে এখানকার লোকজনেরা।
এছাড়া ভারি যানবাহন ছাড়াও চলমান বাজারে নিত্যদিন মিশুক কিংবা অটোযানে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানা গেছে। সাধারণত প্রধান সড়কের ওপরে এ ধরণের বাজার বসার কোন নিয়ম নেই। তারপরেও বছরের পর বছর ধরে এখানে এখানে নিয়মের ব্যতয় ঘটে চলেছে।
সিপাহীপাড়া থেকে উত্তরে হচ্ছে মিরাপাড়া বাজারের সড়ক। এ সড়ক পথ দিয়ে প্রধানত মিরকাদিম পৌরসভাসহ একাধিক এলাকায় যাওয়া যায়। এটি ছাড়া আর কোন সড়ক পথ নেই মিরকাদিমে যাওয়ার। সওজ বিভাগের ম্যাপে সরকারিভাবে এ সড়ক পথের কথা উল্লেখ রয়েছে।
তবে মিরকাদিম যাওয়ার একাধিক লিংক সড়ক থাকলেও সেটি মাত্র মিশুক ও অন্য ছোট যানবাহন চলাচল করতে পারে। অন্য বড় ভারি যানবাহন চলাচল করতে পারে না। সেই হিসেবে মিরাপাড়া বাজার সড়ক মিরকাদিমের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক।
কিন্তু সড়কের ওপর বাজার থাকায় এ সড়কটি এখন সেই গুরুত্ব হারাতে বসেছে। সড়কের ওপর থেকে যদি বাজারটি বিকল্প হিসেবে অন্যত্র সরিয়ে নেয়া হলে এ সড়ক পথটিতে যানবাহন চলাচলে অনেক সুবিধা হতো বলে এখানকার লোকজন মনে করছেন।
এ সড়ক পথে ঘাতক ট্রাক দুর্ঘটনার শিকার হলে অনেক প্রাণহানীর আশংকা করছে এখানকার মানুষেরা। তাই অতি দ্রুত এ সড়ক পথ থেকে এ বাজারটি অন্যত্র সরিয়ে নেয়া হউক এমন দাবি উঠেছে।