মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত




তোফাজ্জল হোসেন শিহাব
মুন্সীগঞ্জে নানা আয়োজনে ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মাদক সেবন রোধ করি , সুস্থ্য সুন্দর জীবন গড়ি।

২৬ জুন রবিবার বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয় থেকে বর্নাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সোহাগ আহমে¥দ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মিনহাজুল ইসলাম।

সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন।




Explore More Districts