মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের সূত্র ধরে গত ২রা জুলাই শনিবার রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে মোঃ ইমান হোসেন (৩৯) ও জোস্না বেগম (৩৫) নামে দুই ইয়াবা কারবারীকে ১ হাজার
পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এর সাথে জড়িত আরো একজন পলাতক রয়েছে।
একই দিনের সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় অভিযানে মোঃ বাদল হাওলাদার (২৭) গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি একই এলাকার পিতা মৃত শামছু হাওলাদার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
Related