তোফাজ্জল হোসেন শিহাব
বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসিসহ উপজেলা পর্যায়ে নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্বোধন ঘোষণা করেন।
এতে অন্যান্য জেলার ন্যায় মুন্সীগঞ্জ জেলাও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়েংাজন করা হয়।
ভার্চয়ালি সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস,
জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল , স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামূল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশিষ দাস, সহকারী কমিশনার হাসিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান,
মুন্সীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনাইদ, গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান ও উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান হিরা।
আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. অজয় কুমার চক্রবর্তী, মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি এড. শহিদ ই হাসান তুহিন,
দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড সোহানা তাহমিনা ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এড. শামসুন নাহার শিল্পী।