মুন্সীগঞ্জে আলেম সমাজ তৌহিদী জনতার মানবন্ধন | munshiganjnews.com

মুন্সীগঞ্জে আলেম সমাজ তৌহিদী জনতার মানবন্ধন | munshiganjnews.com




মুন্সীগঞ্জে আলেম সমাজ তৌহিদী জনতার মানবন্ধন | munshiganjnews.comমোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদের অজুখানা ও মসজিদের সিঁড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে আলেম সমাজ ও তৌহিদী জনতার ব্যানারে জেলার অর্ধশত মসজিদের ইমামরা মানবন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মুফতি মোঃ সিািদ্দকুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল হান্নান কারিমী, আনন্দপুর জামে মসজিদের ইমাম শাহাদাৎ হোসেন ও রনছ সরকার বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা সাদেক আমিন। মানববন্ধনে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম কাজি কসবা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আঃ সাত্তার।
উল্লৈখ, রিকাবীবাজারে প্রাচীন খালের পশ্চিমপাশে রাস্তা তৈরির সময় এই পূর্বপাড়া জামে মসজিদের বেশ কিছু অংশ রাস্তার ওপরে চলে আসে। তারমধ্যে অজুখানা জায়গাই সবচেয়ে বেশি। উপজেলা প্রশাসন থেকে তখন বলা হয়, বিকল্প জায়গাতে মসজিদের মুসল্লিদের জন্য অজুখানার জায়গা দেয়া হবে। কিন্তু এরমধ্যে সেই মসজিদের অজুখানা ভেঙ্গে দেয়া হয়। তার সাথে কিছু অংশ সিঁড়ি ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।




Explore More Districts