মুন্সীগঞ্জ পৌরসভার পুরাতন কাচারী শহর জামে মসজিদের প্রথম গলি থেকে অটোরিক্সা ছিনতাইয়ের সদস্য আল আমিন নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গেল বৃহস্পতিবার ২১ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোরপুকুরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে হচ্ছে আল আমিন (২৫)। তবে তারা এখানকার স্থায়ী বাসিন্দা না বলে জানা গেছে। তারা এখানে ভাড়া থাকে।
জানা যায়, ঘটনার দিন সকালে নারায়ণগঞ্জে নিতাইগঞ্জের অটোরিক্সা চালক মন্টু চন্দ্র সরকার অটোরিক্সার আরোহীর জন্য ১নং রেলগেইটে অপেক্ষা করছিলেন।
এসময় আল আমিন তার কাছে আসে। তখন আল আমিন মন্টুকে বলে মুক্তারপুর সেতু এলাকা থেকে কিছু গার্মেন্সের মালামাল আনবো। আপ ও ডাউনে তুমি যাবে কিনা সেখানে। মন্টু আল আমিনের এ কথায় রাজি হয়ে সেখান থেকে মুক্তারপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আল আমিন মন্টুকে অনেকবার কিছুনা কিছু খাওয়াতে চেষ্ঠা করে। কিন্তু আল আমিনের দেয়া কোন খাবার মন্টু কোনভাবেই খেতে রাজি হয়নি।
এরমধ্যে মন্টু মুক্তারপুর এলাকায় আসলে আল আমিন এখানে না নেমে মন্টুকে নিয়ে একাধিক স্থানে ঘুরেফিরে পরিশেষে মুন্সীগঞ্জের কাচারী এলাকায় অটোরিক্সা থেকে নামে। তখন তার সাথে অটোরিক্সার ভাড়া নিয়ে মন্টুর বাকবিতান্ডা শুরু হয়। এরমধ্যে একে একে সেখানে লোক জড়ো হতে থাকে।
তারপরে আল আমিনের প্রকৃত ঘটনা ইতোমধ্যে পাবলিকের মাঝে ফাঁস হতে থাকে। এরপরেই আল আমিনকে উপস্থিত জনতা গণ পিটুনি দিতে শুরু করে। খবর পেয়ে সেখানে পুলিশ ছুটে আসে। এ সময় আল আমিনের দেহ তল্লাশি করে পুলিশ কিছু মাদক দ্রব্যও পায়।
এদিকে অনেকের ধারণা আল আমিন মন্টুকে ভুলভাল বুঝিয়ে বা খাবারের সাথে কিছু নেশা দ্রব্য মিশিয়ে অটোরিক্সাটি হাতিয়ে নেয়ার তালে ছিল। কিন্তু মন্টুর ভাগ্য ভালো সেদিন আর তেমন কিছু তার হয়নি।
অন্যদিকে এ ঘটনায় আরো অটোরিক্সা চালক এখানে ছুটে আসে।
তারা তাদের পূর্ব অভিজ্ঞতার কথা উপস্থিত পুলিশকে জানায়। ইতোমধ্যে মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে অটোরিক্সা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কখনো কখনো এ বিষয়ে হত্যাকান্ডের ঘটনাও ঘটছে। কিন্তু চোর কিংবা ছিনতাইকারীরা তেমনটা ধরা পড়ছে না।
এ ঘটনায় পুলিশের ধারণা আল আমিন অটোরিক্সা ছিনতাইকারীদের একজন সক্রিয় সদস্য। তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া সম্ভাবনা রয়েছে।