মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে আনসারের পতাকা র‌্যালী

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে আনসারের পতাকা র‌্যালী

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে আনসারের পতাকা র‌্যালী

গোপালগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ২৩ আনসার ব্যটালিয়নের উদ্যোগে পতাকা র‌্যালী হয়েছে গোপালগঞ্জে ।
আজ সকালে শহরের আনসার ভিডিপি মাঠ এবং বেদগ্রাম ২৩ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প থেকে পৃথক দুটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় মিলিত হয় । সম্মিলিত র‌্যালিটি গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়।


র‌্যালীতে ২৩ আনসার ব্যটালিয়নের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ নেতৃত্ব দেন। এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজাহারুল হুদা ও সার্কেল অ্যাডজুট্যান্ট আজিত কুমার ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


র‌্যালীতে ২৩ আনসার ব্যটালিয়নের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ জানান, আনসার ভিডিপি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সুশৃঙ্খল ভাবে পতাকা হাতে বর্ণাঢ্য এই র‌্যালীতে অংশ নেন। ৫০ মিনিটের এই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এই র‌্যালীর মাধ্যমে বাহিনীর সদস্য ও ব্যাটালিয়নরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..

Explore More Districts