ফেনী | তারিখঃ ডিসেম্বর ২০, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 2187 বার

শহর প্রতিনিধি->>
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলায় বিনা সুদে ১৭ লাখ ৯০ হাজার টাকা ঋণ পাচ্ছে ৮৮ জন। সোমবার ক্ষুদ্রঋণ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। সোমবার ৩ লাখ ৮০ হাজার টাকা সুদমুক্ত ঋণ গ্রহণ করেছে ১৯ জন।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ ‘জাগরণী সপ্তাহ’ (১৪-২১ ডিসেম্বর) উপলক্ষে জাগরণী সপ্তাহে ফেনী সদর উপজেলা সমাজসেবা কর্তৃক দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা।
উপজেলা সমাজসেবা অফিসার মো. শহীদ উল্ল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্র, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন সরকার। এর একটি মাত্র উদ্দেশ্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। এই ঋণের অর্থ বিনিয়োগ করে ক্ষুদ্র-ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, হাঁস-মুরগি, গরু-ছাগল পালন, শাক-সবজি চাষসহ বিভিন্ন কাজে খুবই উপকার পাচ্ছেন সাধারণ জনগণ।
অনুষ্টানে উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!