মুক্তচিন্তাকে ভয় পাইয়ে দিতে প্রথম আলো-ডেইলি স্টারের ওপর হামলা: শিরীন পারভীন হক

মুক্তচিন্তাকে ভয় পাইয়ে দিতে প্রথম আলো-ডেইলি স্টারের ওপর হামলা: শিরীন পারভীন হক

এ সময় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রথম আলো, ডেইলি স্টার বা যেকোনো সংবাদমাধ্যমের ওপর আক্রমণের মানে হচ্ছে সমাজকে, বিবেককে পঙ্গু করে দেওয়ার ব্যাপার। এটা পরিকল্পিত আক্রমণ। এটা বিচ্ছিন্ন বা মব বা উন্মত্ত গোষ্ঠীর বলে মনে করেন না। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এই আক্রমণ।

সুস্থ সংস্কৃতি এবং মানুষের সুখ-দুঃখ ও বেদনার কথা বারবার তুলে ধরে প্রথম আলো যেভাবে নাড়া দেয়, সেটাকে স্তব্ধ করে দিতে এ হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ হামলার শিকড় অনেক গভীরে। এই শিকড় উৎপাটন করতে হলে শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে আন্দোলিত হলে হবে না, নাগরিক সমাজ ও সামাজিক ব্যবস্থাকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে।

একটি সংগঠিত শক্তি বারবার আমাদের বিবেক ও সংস্কৃতিকে আঘাত করছে উল্লেখ করে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্বাস ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করেছে। এর বিরুদ্ধে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা দরকার। আবার সম্মিলিতভাবেও প্রতিবাদ করা দরকার।’ তিনি বলেন, ‘প্রথম আলো আমার কাছে শুধু একটি পত্রিকা নয়, এটি আমাদের সংগ্রামের পথে চলার, সমাজ বিনির্মাণের অংশ। এর ওপর আঘাত এসেছে, সবাইকে সম্মিলিতভাবে তা রুখতে হবে।’

Explore More Districts