মির্জাপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত – News Tangail

মির্জাপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই সোহাগপাড়া এলাকায় ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার আসবাবপত্র নিয়ে একটি পিকআপ টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিক তিন জন ঘটনাস্থলে নিহত হন।

এর পর খবর পেয়ে উপজেলার মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসের সদস্য মরদেহ উদ্ধারগুলো করে।

এ ঘটনায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তকের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts