মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মা ও ১০ মাসের শিশু মারা গেছেন। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই শিল্পনগরীর উড়ালসেতুর পূর্বপাশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।
নিহতের পরিচয় মিলেছে। তারা হলেন ফেনী জেলার সোনাগাছি এলাকার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তাঁর দশ মাস বয়সী মেয়ে তাজরিয়া কবির।
গোড়াই হাইওয়ে থানার পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকাগামী একটি প্রাইভেট কারের পেছনে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। আহত চালককে দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক থেকে গাড়ি সরিয়ে নিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়। চালককে শনাক্তে চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
