মির্জাপুরে আবাসিক হোটলে অসামাজিক কাজ, ম্যানেজারসহ ২ নারী গ্রেফতার – News Tangail

মির্জাপুরে আবাসিক হোটলে অসামাজিক কাজ, ম্যানেজারসহ ২ নারী গ্রেফতার – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে একটি আবাসিক হোটলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ম্যানেজারসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গার শিল্প এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে
মিতালী গেস্ট হাউজ নামে আবাসিক হোটলে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে শাহজাহান (৪৫), ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতায়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।

জানা গেছে, মির্জাপুর গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর গত শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। অপরাধে জড়িত থাকায় গ্রেফতার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও  হোটেল ম্যানেজারকে গ্রেফতার করা হয়। পরে মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং শনিবার (২১ জুন) টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts