১৮ October ২০২৫ Saturday ৯:০৬:১০ PM | ![]() ![]() ![]() ![]() |
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাকেরগঞ্জ–সুবিদখালী–বরগুনা আঞ্চলিক মহাসড়কে ‘মির্জাগঞ্জ উপজেলাধীন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মো. খবির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইত্তেজা হাসান, উপাধ্যক্ষ আ. মান্নান লোটাস, প্রভাষক মো. মাহাবুব রহমান টুকু, প্রভাষক মো. আবদুর রহিম চান, প্রভাষক এনামুল হক জাকির, প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার বাদল, সহকারী শিক্ষক মো. আবু সালেহ ও মো. শাহজাদা রনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং দায়ী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। একই সঙ্গে তারা শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করা হবে এবং ঢাকায় চলমান আন্দোলনে যোগ দিতে সকল শিক্ষক-কর্মচারী ঐক্যবদ্ধভাবে রাজধানীর উদ্দেশে যাত্রা করবেন।
মানববন্ধন শেষে পুলিশি হামলায় আহত শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন ভাজনা কদমতলা নুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রুহুল আমিন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |