Advertisement
চট্টগ্রামের মিরসরাইয়ে শহিদুল ইসলাম আকাশ (২৮) নাম যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি সদস্য মিজানুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ( ২০ সপ্টম্বর) রাতে উপজলার চিনকীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২১ সেপ্টম্বর) আদালত প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান এজাহারনামীয় ৫ নং আসামী। সে ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিহত আকাশের বোন নাজমা আক্তার বাদি হয়ে হুমায়ুন কবির মামুনকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০-১২ জনের নামে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাব গত সোমবার সন্ধ্যা ৬ টার সময় অস্ত্রশস্ত্র নিয়ে ১০-১৫ জন হামলা চালায় আকাশের উপর। হামলায় গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দওয়া হয়। পরে পরবর্তীতে তার অবস্থার অবণতি ঘটলে চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকাশ। মঙ্গলবার সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হাসন মামুন বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন নাজমা আক্তার বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাত এজাহারনামীয় ৫ নং আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।