মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জের, বৃদ্ধকে গলাটিপে হত্যা – Chittagong News

মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জের, বৃদ্ধকে গলাটিপে হত্যা – Chittagong News

চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে ফজলুল করিম (৭০)। মঙ্গলবার (৬ মে) সকালে এঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহ’র ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এসময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। এক পর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুই দিন আগে তারা আমার ভাইয়ের ৪/৫ টি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার এক পর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে সে মারা যায়। সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল দেওয়ার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts