মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের কমিটি গঠিত – Chittagong News

মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের কমিটি গঠিত – Chittagong News

মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এম মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক রনি ভৌমিক। এর আগে মহান বিজয় দিবস ও শতাব্দী ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে ২০২৫ সালের জন্য কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি জিয়াউল হক আজাদ, এডভোকেট কামাল হোসেন শাহীন, সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন, জিয়া উদ্দিন রাসেল, আরিফ হোসেন অপূর্ব, অর্থ সম্পাদক আদিল রায়হান, সহযোগী অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আশরাফ রুবাই, সহযোগী ক্রীড়া সম্পাদক আবু সালেক, আবীর হাসান আলভী, সাইফুল ইসলাম, তানজিবুল হাসান অভি, আলভি হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক আবু হাসনাত, সহকারি প্রচার ও মিডিয়া সম্পাদক নকিব খান ভূঁইয়া, সরওয়ার হোসেন সাব্বির, মেহেদী হাসান।

উল্লেখ্য, ২০০০ সালে শতাব্দী ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts