মিরসরাইয়ে যুবক হত্যার প্রধান আসামি গ্রেফতার | ctgnews.com

মিরসরাইয়ে যুবক হত্যার প্রধান আসামি গ্রেফতার | ctgnews.com
মিরসরাইয়ে যুবক হত্যার প্রধান আসামি গ্রেফতারমিরসরাইয়ে যুবক হত্যার প্রধান আসামি গ্রেফতার

       

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান ওরফে জুয়েল হত্যা মামলার প্রধান আসামি আবুল বশরকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রোববার (১০ ডিসেম্বর) নগরীর বন্দর থানার কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement


CTG NEWS
CTG NEWS

গ্রেফতার আবুল বশর মিরসরাইয়ের রাজাপুর থানার মৃত জালাল আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, নিহত জিয়াউল হাসান জুয়েল মিরসরাই থানার মিঠানালা এলাকার আলমগীরের ছেলে। গত ২৮ নভেম্বর নিহত জুয়েলের সাথে স্থানীয় আবুল বশর এবং অন্যান্য সহযোগীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৯ নভেম্বর রাজাপুর নতুন রাস্তার মাথায় দোকানে চা খাওয়ার সময় বশর ও তার সহযোগীরা জুয়েলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চার জন এজাহারনামীয় দুই তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মীরসরাই থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার নগরীর বন্দর থানার কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি আবুল বশরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েলকে কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে জলাশয়ে ফেল পালিয়ে যায় বলে জানায় আসামি। তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts