মিরসরাইয়ে বিদ্যালয়ের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন – Chittagong News

মিরসরাইয়ে বিদ্যালয়ের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন – Chittagong News

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে অবস্থিত মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। এতে করে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার লোকজনের যাতায়াতে সহজ হবে ৷

বৃহস্পতিবার (১৫ মে) সকালে মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান চৌধুরী তপন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী মানিক, মিরসরাই উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, চিকিৎসক সাব উদ্দিন, সাবেক পুলিশ কর্মকর্তা রাজু নাহা, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু,মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মিঠানালা ইউনিয়ন বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

আলোচনা সভা শেষে বিদ্যালয় সংলগ্ন সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনসহ আগত অতিথিরা।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts