মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে লজ্জাবতি বানর

মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে লজ্জাবতি বানর

মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে লজ্জাবতি বানর

মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে ঘুরছে একটি লজ্জাবতি বানর।

গত ৪দিন উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিভিন্ন বাড়ির আঙিনায় গাছের ডালে ও দেয়ালের ওপর বসে থাকতে দেখা গেছে। ওই এলাকার শিশুরা বানরের সাথে খেলা করছে।

মঙ্গলবার (১ আগস্ট) মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা জাহেদ কাওসার জানান, পাহাড় থেকে একটি লজ্জাবতি বানর গত চারদিন ধরে বিভিন্ন বাড়ির আঙিনায় ঘোরাঘুরি করছে।

এলাকার লোকজন কলা, বনসহ বিভিন্ন খাবার দিচ্ছে। বানরের সাথে শিশুরা খেলা করছে ও ছবি তুলে আনন্দ পাচ্ছে। ধারণা করছি খাবারের অভাবে বানরটি বন ছেড়ে গ্রামাঞ্চলে ছুটে আসতে পারে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ওয়াহেদপুরে লজ্জাবতি বানর লোকালয়ে ছুটে আসার বিষয়টি অবগত নই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি। হয়তো পথ ভুল করে গ্রামে চলে আসছে। কেউ বিরক্ত না করলেও হয়তো আবার বনে চলে যাবে।

এআই

Explore More Districts