মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় – Chittagong News

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় – Chittagong News

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার।

রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

সভায় মিরসরাইয়ের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা এবং এসব সমস্যার প্রতিকার দাবি করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও সোমাইয়া আক্তার বলেন, আপনারা যা বলেছেন আমি সব বিষয়ে নোট নিয়েছি। এখানে বেশির ভাগ বিষয়ে আমি এখনো বুঝে উঠতে পারিনি, যেহেতু আমার মাত্র ৩ কর্মদিবস চলতেছে। বিশেষ করে এখানে স্বাস্থ্যের বিষয়ে যে অভিযোগগুলো এসেছে স্বাস্থ্য ক্লিনিক, ইউনিয়ন ভিত্তিক কমিউনিটিগুলো আমি খুব দ্রুত ভিজিট করবো। ওখানকার কি পরিস্থিতি আপনাদের কে আমি একটা আপডেট দিবো। আমি আশা রাখি যে, এটা আগে থেকে ইনশাআল্লাহ উন্নতি হবে।

তিনি আরও বলেন, আপনারা যে অভিযোগগুলো তুলে ধরেছেন সেগুলো আমি সারেজমিনে না গিয়ে এ মুহূর্তে মন্তব্য করতে পারছি ন। আমি সব নোট করেছি যেখানে আপনাদের সহযোগিতা দরকার সেখানে অবশ্যই আপনাদের সহযোগিতা নেব।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts