মিরপুরের উইকেটের কড়া সমালোচনায় আফ্রিদি

মিরপুরের উইকেটের কড়া সমালোচনায় আফ্রিদি

স্বাগতিক বাংলাদেশকে ৩-০ তে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। দলের এমন সহজ সিরিজ জয়ের পরেও মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনায় মেতেছে সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি৷

রিয়াদের বোলিং ও স্পোর্টসম্যানশিপের প্রশংসায় পঞ্চমুখ টুইটার
ম্যাচ হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন ক্রিকেটাররা।

মিরপুরের উইকেটে বাংলাদেশের অজেয় থাকার হিসাবটা বদলে দিয়েছে পাকিস্তান৷ ঘরের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সাথে আগের দুইটা টি-টোয়েন্টি সিরিজ সহজে জিতলেও এবার মুদ্রার উল্টো পিঠ দেখেছে টাইগাররা। নিজেদের পরিচিত কন্ডিশনে পাকিস্তানকে পেয়েও সুবিধা করতে পারেননি তারা। উল্টো শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জ্বা জড়িয়ে গেছে বাংলাদেশের নামের পাশে৷ 

Advertisment

টাইগাররা কোনো ম্যাচ জিততে না পারলেও বৈশিষ্ট্য বদলায়নি মিরপুরের উইকেটের৷ ঐ একই ধীরগতির উইকেটেই পাকিস্তানকে সামলেছে বাংলাদেশ। আর সেজন্য দল জিতলেও রান তুলতে যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের৷ উড়ন্ত ফর্মে থাকা দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান রীতিমতো ব্যর্থ হয়েছেন রানের ঝড় তুলতে৷  দলীয় স্কোর এক ম্যাচেও পেরোয়নি ১৪০ রানের গন্ডি৷

এমন উইকেটে খেলে আদতে ক্রিকেটের কতটা উন্নতি হয় সেটার জ্বলজ্যান্ত প্রমাণ বাংলাদেশের সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্স। নিয়মিত এধরণের মন্থর উইকেটে খেলাটাই টাইগারদের এমন ভরাডুবির প্রধান কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকেরা। পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি  সিরিজ শেষে তাই আবারো মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে৷ আর সেটা নিয়ে খোঁচা দিতে ভুলেননি পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি৷

বয়স নিয়ে বিড়ম্বনায় আফ্রিদি
শহীদ আফ্রিদি। ফাইল ছবি

টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত, তারা আসলে কি চায়৷ তারা কি শুধু এই ধরণের উইকেটে জিতেই খুশি থাকবে এবং তারপর বিদেশে হওয়া সিরিজ ও বৈশ্বিক আসর গুলোতে ওই অতি সাধারণ পারফরম্যান্সই করবে? তাদের খেলাটার প্রতি আবেগ আছে। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে৷ কিন্তু, উন্নতি করতে হলে অবশ্যই তাদের ভালো উইকেটে খেলতে হবে।’ 

পাকিস্তান দলকে অভিনন্দন জানাতেও ভুলেননি শহীদ আফ্রিদ ।  আরেকটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অভিনন্দন পাকিস্তান! শেষের দিকে অবশ্য একটু বেশিই কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচটা। দলকে টানা জিততে দেখে ভালো লাগছে। জয়ের এই ছন্দ ধরে রাখাটা একটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts