সৌরভ আহমেদ
মিরকাদিম পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গেল বুধবার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এদিন কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিরকাদিম পৌর আওয়ামী লীগ এর সহ সভাপতি আব্দুল বাতেন সেনটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ,
৫ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদল রহমান, ২ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আযম খান, ৩ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লাভলু, ৮ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন, ৬ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল আহাম্মেদ।
Related