মিয়ানমারে সহিংসতা নিয়ে আসিয়ান নেতাদের ‘উদ্বেগ’

মিয়ানমারে সহিংসতা নিয়ে আসিয়ান নেতাদের ‘উদ্বেগ’

মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ এক বিবৃতিতে আসিয়ানের নেতারা বলেন, ‘মিয়ানমারে চলমান সহিংসতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটিতে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিরাপদে ও সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ চালিয়ে যেতে একটি অনুকূল পরিবেশ তৈরির আহ্বান করছি।’  

শুধু আসিয়ান নয়, মিয়ানমারের জান্তা সরকারের সমালোচনা করে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক পক্ষও। তবে এসব সমালোচনা আমলে নিতে রাজি নয় মিয়ানমার। এমনকি দেশে বিরোধী নানা পক্ষের সঙ্গে আলোচনায় বসতেও নারাজ তারা। উল্টো বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর ওপর হামলার অভিযোগ উঠেছে জান্তা সরকারের বিরুদ্ধে। যেমন গত মাসে দেশটির একটি গ্রামে বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালায় মিয়ানমার বাহিনী। এতে প্রায় ১৭০ জন নিহত হন। এ ঘটনার জেরে আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়ে জান্তা সরকার।

Explore More Districts