মিনায় হজ কার্যক্রম পর্যবেক্ষণে সৌদি যুবরাজ – DesheBideshe

মিনায় হজ কার্যক্রম পর্যবেক্ষণে সৌদি যুবরাজ – DesheBideshe



মিনায় হজ কার্যক্রম পর্যবেক্ষণে সৌদি যুবরাজ – DesheBideshe

রিয়াদ, ০৫ জুন – হাজিদের জন্য প্রদত্ত সেবা ও সুবিধাসমূহ তদারকি করতে মিনায় গেলেন সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে তিনি সেখানে যান। এ বছর প্রায় ২০ লাখ হজযাত্রী জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে।

ঐক্য ও বিনয় প্রকাশকারী সাদা সেলাইবিহীন কাপড়ে হাজিরা মিনার তাঁবু শহরে রাত কাটিয়ে ভোরে আরাফাতে সমবেত হন।

হজযাত্রীরা সারাদিন আরাফাতের প্রান্তরে প্রার্থনায় কাটানোর পর মুজদালিফায় রাত্রিযাপন করবেন এবং পরে মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি এবং ঈদুল আযহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ এবং স্বাস্থ্যকর হজ পালন নিশ্চিত করতে দশ-হাজারেরও বেশি কর্মী, নিরাপত্তা বাহিনী, চিকিৎসা কর্মী এবং স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে। পরিবহন, স্বাস্থ্যসেবা, জনসমাগম ব্যবস্থাপনা এবং ডিজিটাল সহায়তা সহ বিস্তৃত সেবা চালু রয়েছে মক্কার পবিত্র স্থানজুড়ে।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার পালন করা ফরজ।

চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি।

গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন হজযাত্রী হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৫ জুন ২০২৫



Explore More Districts