মিথ্যা সাইবার মামলা থেকে অব্যহতি পেলেন ফেনীর ৬ সাংবাদিক – Chittagong News

মিথ্যা সাইবার মামলা থেকে অব্যহতি পেলেন ফেনীর ৬ সাংবাদিক – Chittagong News

চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা একটি ভুয়া ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পেয়েছেন ফেনীর ৬ গণমাধ্যম কর্মী।

সোমবার( ১ সেপ্টেম্বর ) চট্টগ্রামের সাইবার আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) জিনাত সুলতানার আদালতে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

অব্যাহতি পাওয়া গণমাধ্যম কর্মীরা হচ্ছেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের ফেনী জেলা প্রতিনিধি দিদারুল আলম, ৭১ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি ইউনিটির সদস্য জহিরুল হক মিলু, দৈনিক ফেনীর সময় সহ-সম্পাদক কিষাণ মোশাররফ, দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার ও ইউনিটির ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল ও সত্যের অনুসন্ধান-২৪ অনলাইন পোর্টালের সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী।

জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন মাঈন উদ্দিন পাটোয়ারী নামের এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন ২০২৮ এর ২৫,২৯ ও ৩৫ ধারায় একটি ভুয়া মামলা করে ফেনীর পেশাদার ৬ সাংবাদিকের বিরুদ্ধে। একই বছরের ২৪ সেপ্টেম্বর মামলার তদন্তকারি চার্জশিট দাখিল করেন। সে প্রেক্ষিতে সোমবার ১ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক চার্জ গঠনের উপাদান না পাওয়ায় শুনানি শেষে আসামীদের মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী মোস্তফা আনোয়ারুল ইসলাম ও মো: শাহনুর আরেফীন চৌধুরী।

Explore More Districts