মিঠাপুকুরে এক বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার ও টাকা লুট

মিঠাপুকুরে এক বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার ও টাকা লুট

মিঠাপুকুরে এক বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার ও টাকা লুট

 

মিঠাপুকুরে সাবেক এক বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দলটি বাড়িতে থাকা সকলের মুখে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রতিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাবেক সদস্য (হাবিলদার) আব্দুস সামাদ (৬০) তার স্ত্রী বিউটি বেগম (৫২) ও পুত্রবধু তাহসিন আক্তারসহ ঘটনার দিন ওই বাড়িতেই ছিলেন। আর ছেলে আহসান কবির হুমায়ন সেই রাতে পার্শ্ববর্তী বাজারে তার দোকানে ছিলেন। সুযোগ বুঝে মুখোশধারী ডাকাত দল ওই বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে লুটপাট করেন।

আব্দুস সামাদ এর মেয়ে ওম্মে হাবিবা নাজমিন বলেন, প্রথমে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর বাকি ঘরগুলোতে ছাদ না থাকায় তারা উপর দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন কওে ফেলেন। এরপর বাহির থেকে প্রত্যেক ঘরের দরজা বন্ধ করে দেয়। স্টিলের আলমারি থাকা ঘর থেকে তারা আলমারিটি বাইরে বের করেন। এরপর তারা আলমারির লকার ভেঙ্গে আমার বাবার হজ্বে যাওয়ার জন্য জমানো ৮ লাখ টাকা ও ওই আলমারিতে রাখা আমার ও ভাবীর ৬ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। রাত আনুমাানিক ৩টার দিকে জ্ঞান ফিরে পেয়ে আমার মা চিৎকার করলে পাশের বাড়ি থেকে আমার চাচা আবুল কালাম এসে তাদের দরজা খুলে দেন। এরপর স্থানীয়দের সহযোগিতা নিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, শুক্রবার রাতে চুরি হয়েছে এমন খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts