মা হতে চাওয়ার কয়েক ঘণ্টা পরই তানজিন তিশার সন্তানের ছবি প্রকাশ

মা হতে চাওয়ার কয়েক ঘণ্টা পরই তানজিন তিশার সন্তানের ছবি প্রকাশ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল শুক্রবার রাতে চিত্রনায়ক জায়েদ খান সঞ্চালিত এক টক শোতে উপস্থিত হয়ে জানান, তিনি মা হতে চান। সেই কথার কয়েক ঘণ্টা না পেরোতেই এক শিশুর ছবি পোস্ট করে, প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর দাবি করলেন, শিশুটি তানজিন তিশার সন্তান।

Tanjin Tisha

আজ শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনটি ছবি প্রকাশ করেন জাওয়াদ নির্ঝর। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।

দুটি ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর ছবিতে দেখা যায়, দুটি শিশু দোলনায় বসে রয়েছে।

ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’

তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে তিনি আরও লেখেন, ‘তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেনে। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’

গতকাল রাতে জায়েদ খানের সঞ্চালনায় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি ছিলেন তানজিন তিশা। টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ জবাবে দেন, ‘আই উইল বি আ মাদার (আমি মা হতে চাই)। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’

তিনি আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি? জানলে চমকে যাবেন

এরপর জায়েদ খান বলেন, ‘‘তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বল’- জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি। এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।’

Explore More Districts