মা-বাবাকে নির্যাতন করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী – Daily Gazipur Online

মা-বাবাকে নির্যাতন করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী – Daily Gazipur Online

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রেখে শাস্তি দিল এলাকাবাসী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।
মাদকাসক্ত যুবকের নাম মো. খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, খলিলুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মা-বাবা ছাড়াও এলাকাবাসীকে নানাভাবে যন্ত্রণা দিয়ে আসছিল।
স্থানীয় বাসিন্দা মো. রিপন ফকির বলেন, মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করেন। শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য তিনি তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। মা তার চাহিদা মতো টাকা দিতে না পারায় ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত মাটি চাপা দেন। পরে আবার উঠিয়ে নেওয়া হয়।
খলিলুরের মা খোদেজা বেগম বলেন, ‘মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টাকা চাইলে আমার কাছে টাকা নেই বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়।’
তিনি আরও বলেন, ‘তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে চরম বিরক্ত।’
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts