মা ইলিশ রক্ষা: নিষেধাজ্ঞার প্রথম দিন বরগুনায় ১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

মা ইলিশ রক্ষা: নিষেধাজ্ঞার প্রথম দিন বরগুনায় ১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

৫ October ২০২৫ Sunday ১২:৩৪:৫৫ PM

Print this E-mail this


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

মা ইলিশ রক্ষা: নিষেধাজ্ঞার প্রথম দিন বরগুনায় ১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে বরগুনায় বরফসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ। এ ছাড়া পাথরঘাটা উপজেলার ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে ৩ অক্টোবর গভীর রাতে পাথরঘাটা উপজেলার দুলাল কোম্পানির রফিকুল ইসলাম দুলালের মালিকানাধীন এফবি জাহানারা নামে একটি মাছ ধরার ট্রলারে বরফভর্তি করার খবর পায় উপজেলা মৎস্য বিভাগ। পরে এ ঘটনার সত্যতা পেয়ে ট্রলারটিকে জব্দ করে সমস্ত বরফ নষ্ট করেন মৎস্য বিভাগের সদস্যরা।

অন্যদিকে নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের জন্য পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানের ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ।

এ বিষয়ে পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। রাতেই বরফবোঝাই একটি ট্রলার জব্দ করেছি। এ ছাড়াও আমিসহ উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তার উপস্থিততে পাথরঘাটার সব বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।’

তিনি আরও জানান, আজ রাত থেকে আমরা অভিযান শুরু করেছি। এই ২২ দিনে মৎস্য বিভাগসহ পর্যায়ক্রমে কোনো না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযান পরিচালনা করবেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts