বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ঢাকা দলে ভেড়ানো হয়েছে তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজাকে। ফলে একই দলে খেলবেন তামিম, মাশরাফি ও মাহমুদউল্লাহ। জাতীয় দলের বাকি দুই সতীর্থকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামিম ইকবাল।

সবার আগে মাহমুদউল্লাহকেই দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় ঢাকা ফ্র্যাঞ্চাইজি। মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলো আগেই ডিরেক্ট সাইনিং সম্পন্ন করলেও প্লেয়ার্স ড্রাফটের তালিকায় ছিল তামিম ও মাশরাফির নাম। চাইলে ড্রাফট থেকে যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াত পারত তাঁদের।
Advertisment
তবে ডাক পেয়েই সবার আগে তামিমকে দলে ভেড়ায় ঢাকা। পরবর্তীতে মাশরাফিকেও দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ এই ক্রিকেটার একসঙ্গে খেলেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ সময়ের পর মাশরাফি ও মাহমুদউল্লাহর সঙ্গে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বাসিত তামিম ইকবাল।
“আমি, রিয়াদ ভাই, মাশরাফি ভাই- এক দলে খেলব, ব্যাপারটা খুবই রোমাঞ্চকর আমার কাছে। আমি নিশ্চিত দর্শকদের জন্যও এটি বড় জিনিস হবে। তবে দিনশেষে আমরা টুর্নামেন্টে ভালো করতে চাই। ড্রাফট যেভাবে হয়েছে তা নিয়ে আমরা খুশি, সন্তুষ্ট। একটা ব্যাপার মনে রাখতে হবে যে ড্রাফটের আগে হাতে খুবই কম সময় পেয়েছি। আমার কাছে মনে হয় ড্রাফট থেকে সেরা বিদেশি ক্রিকেটারদেরই নেওয়া হয়েছে।”

Which team looks the strongest? 🤔#BPL2022 #DraftDay pic.twitter.com/YSMiA15lLg
— bdcrictime.com (@BDCricTime) December 27, 2021
তামিমের সঙ্গে মাশরাফির রসায়নটা বেশ ভালো। এমনকি রিয়াদের সঙ্গেও বেশ ভালো। অবশ্য তামিমের চোখে ক্রিকেটে জয়-পরাজয়ের চেয়ে ক্রিকেটটা উপভোগ করাই মুখ্য। আর সেটি যদি তামিম-মাশরাফি-রিয়াদ, একই দলে খেলেন তাহলে ড্রেসিংরুমের পরিবেশ তো আরও উপভোগ্য হয়ে উঠবে বলে বলছেন তামিম।
“এরকম তো আশা করা যায় না। সাধারণত হয় কি আমরা তিনজন, তিন দলে থাকি। বাট ভাগ্যক্রমে আমরা এমনটা করে পেরেছি। আসলে ক্রিকেটে জয়-পরাজয় মুখ্য নয়, ক্রিকেট উপভোগ করাটাও গুরুত্বপূর্ণ জিনিস। যদি উপভোগ ব্যাপারটা না থাকে বিশ্বের যেকোনো ক্রিকেটারকে জিজ্ঞাসা করবেন ওরা আর খেলতে চাইবে না। ক্রিকেট উপভোগ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা তিনজন একসাথে থাকলে এমনিই উপভোগ্য হয়।”
মুস্তাফিজ, ডু প্লেসি, মঈন, নারাইনদের মত তারকারা কুমিল্লায় https://t.co/1YzfIeEmzR
— bdcrictime.com (@BDCricTime) December 27, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।