মালিবাড়ী ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে মন্জু মিয়া সহ ৮ জন আহত

মালিবাড়ী ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে মন্জু মিয়া সহ ৮ জন আহত

মালিবাড়ী ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে মন্জু মিয়া সহ ৮ জন আহত

মালিবাড়ী ইউনিয়নের ব্যাপারী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মঞ্জু মিয়া গংদের হামলায়
জিয়ারুল সহ ৮ জন আহত।

গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী ইউনিয়নের ব্যাপারীপাড়ায় মঞ্জু মিয়া ও তার ভাই মতিন মিয়ার হামলায় একই গ্রামের জিয়ারুল রহমান সহ ৮ জন নারী ও পুরুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দারিয়াপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন থেকে মন্জু মিয়াঁ গংদের সাথে জিয়ারুল রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিলো।
এরই জের আজ দুপুরে মতিন মিয়া সহ কয়েকজন এসে জিয়ারুলের টিনের ছাপড়া গুদাম ঘরে ভাঙচুর করে ও মালামাল নদীতে ফেলে দেয় এতে এক লক্ষ টাকা ক্ষতিসাধণ হয়।
পরে জিয়ারুল ইসলাম তার বড় ভাই জাহাঙ্গীর আলম সহ পরিবারের লোকজন এগিয়ে আসলে মঞ্জু ও তার লোকজন এলোপাতাড়ি মারপিট করলে জিয়ারুল সহ ৮ জন গুরুতর আহত হয় পরে,
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
জিয়ারুল অভিযোগ করে বলেন হঠাৎ করে আকস্মিকভাবেই হামলার শিকার হন তারা।
তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় জিয়ারুল ইসলামের স্ত্রী লাকি বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মোছঃ লাকী বেগম তার স্বামী জিয়ারুল ইসলাম সহ পরিবারের উপর হামলা কারীদের বিচার দাবি করেন।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts