মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার শ্রীপুর পশ্চিমপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস, কিডনী, লিভার ও হার্টের সমস্যাসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিটের সময় তিনি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাদ জুম্মা উপজেলার মদনপুর মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে মদনপুর সম্মিলিত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
পোষ্ট শেয়ার করুন